নানিয়ারচর উপজেলার প্রখ্যাত ব্যক্তি হিসাবে আমরা চুনি লালের নাম জানি । তিনি প্রখ্যাত ব্যক্তি জয়নুল আবেদীনের সহপাঠি ছিলেন । তারা এক সঙ্গে প্রতিবেশি দেশ ভারতে পড়ালেখা করেন চিত্র শিল্পীর উপর । তাদের মধ্যে জয়নুল আবেদীন যেমন অসামান্য অবদান রাখেন তেমণি দেশের জন্য এবং তার চেয়ে কোন অংশে কম অবদান রাখেননি চুনিলাল দেওয়ান। আমরা তার জন্য দেশের গর্ব এবং পার্বত্য এলাকার রাঙ্গামাটি জেলার জনগনের গর্ব বলতে পারি । আমরা তাকে আজো শ্রদ্ধাভরে স্বরণ করি । তিনি এখন আমাদের মাঝে নেই । তবুও তার স্মৃতি আজও অম্লান । বাংলাদেশের মানুষ এবং দেশের পার্বত্য এলাকার মানুষ তার আত্তার প্রতি গভীর সমবেদনা জানাই তিনি যেন সব সময় আমাদের মাঝে থাকেন ।
ছবি
সংযুক্তি