Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা বাণিজ্য

রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন নানিয়ারচর উপজেলাটি পাহাড় ও কাপ্তাই হ্রদ বেষ্টিত একটি উপজেলা। এ উপজেলার ইউনিয়ন সংখ্যা ০৪টি। এ উপজেলার আয়তন অনুসারে জনসংখ্যা তুলনামূলকভাবে কম। এখানকার অধিকাংশ লোকজন চাষাবাদ এবং কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করেন। সেসাথে এলাকার লোকজন ক্ষুদ্র-মাঝারি-বৃহৎ ব্যবসায় জড়িত রয়েছেন। স্থানীয়ভাবে উৎপাদিত ফসল মৌসুম অনুযায়ী ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করে থাকেন। উপজেলাটি পাহাড়-বেষ্টিত হওয়ায় এলাকার অধিকাংশ জায়গা জুড়ে আনারস ও কমলা বাগান রয়েছে। ফলজ বাণিজ্যের মধ্যে যেমন- কমলা, মালটা, কলা, ড্রাগন ফল, আনারস, কাঠাল, আম ও লিচু ইত্যাদি উল্লেখযোগ্য। তবে এই উপজেলার বৃহত্তর রপ্তানির মধ্যে আনারস ও কমলা অন্যতম। মৌসুম অনুযায়ী চক্রাকারে রপ্তানির মাধ্যমে এখানকার অধিকাংশ চাষী ও ব্যবসায়ী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। দেশের অর্থনৈতিক উন্নয়নে এ উপজেলার বিশেষ ভূমিকা রয়েছে।