নানিয়ারচর উপজেলার প্রাকৃতিক দৃশ্য খুবি মনোরম। এ উপজেলায় নৌ অথবা গাড়ি পথে দুইভাবেই যাওয়া যায়। এখানের প্রকৃতি জুড়ে সবুজের সমারোহ। যে দিকে তাকাই সবুজে শ্যামলে ভরা। এ উপজেলার চারদিকেই গাছ গাছালি। পাখির মধুর কলকাকলীতে মুখর থাকে পথ ঘাট। পুরো উপজেলার চারপাশেই বিপুল বাগান। এ উপজেলার মাটি অনেক উর্বর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস