বীর শ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ স্মৃতি সৌধ নানিয়ারচর উপজেলার কমতুলি গ্রামের নদীর ধারে অবস্থিত । রাঙ্গামাটি জেলা সদর থেকে নৌ-পথে প্রায় ৩০ হতে ৪০ কিঃ নদী পথ পারি দিযে এখানে আসা যায়।মুন্সি আব্দুর রউফ (১ মে ১৯৪৩ - ৮ এপ্রিল ১৯৭১) তার জন্মস্থান ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সালামতপুর। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীরশ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাঁদের মধ্যে অন্যতম। তিনি ১৯৬৩ সালের ৮ মে পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগদান করেন এবং মুক্তিযুদ্ধের সময়ে তিনি নিয়মিত পদাতিক সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। পার্বত্য চট্টগ্রামের বুড়িঘাট গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে ১৯৭১ সালের ০৮ই এপ্রিল তিনি মর্টারের আঘাতে শহীদ হন। তাঁকে রাঙামাটির এ নানিয়ারচর উপজেলায় একটি টিলার ওপর সমাহিত করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস